সাতক্ষীরার মানুষের কল্যাণে সার্বিক পরিবেশ পরিস্থিতি ঠিক রাখতে দলীয় নেতাকর্মী ও সংবাদ কর্মীদের সজাগ থাকার আহবান জানালেন বীর মুক্তিযোদ্ধা রবি

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে দলীয় নেতাকর্মী ও মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের মুনজিতপুরস্থ মীর মহলে এ মতবিনিময় করেন তিনি। এসময় তিনি বলেন, “সাতক্ষীরা একটি সাম্ভবনাময়ী জেলা। সম্প্রতি একটি অসাধু চক্র যারা সাতক্ষীরার ভালো চায়না তারা সাতক্ষীরার সার্বিক পরিবেশ পরিস্থিতি বিনষ্ট করছে। যেকারণে সাতক্ষীরার নিরীহ অসহায় মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। এভাবে চলতে থাকলে সাতক্ষীরার রাজনীতিসহ সার্বিক পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সাতক্ষীরার সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণ ও উন্নয়নের স্বার্থে দলীয় নেতাকর্মী ও সংবাদ কর্মীদের সচেতন ও সজাগ থাকার আহবান জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ২৬টি আসনে প্রতিদ্বন্দিতা করেছে। কিন্তু আওয়ামী লীগ কোথাও তাদের পক্ষে সমর্থন বা কাজ করেনি। শুধুমাত্র সাতক্ষীরা-২আসনে কয়েকজন অতি-উৎসাহী নেতা মিথ্যা মহাজোট দাবী করে কিভাবে ষড়যন্ত্রের মাধ্যমে জাতীয় পার্টিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে তা সাতক্ষীরাবাসী জানে। তার প্রভাব পড়তে শুরু করেছে। হচ্ছে নিয়োগ বাণিজ্য ও টেন্ডারবাজী। সেই সাথে সাধারণ মানুষ হচ্ছে উন্নয়ন বঞ্চিত ও সাতক্ষীরাবাসী হচ্ছে হয়রানীর স্বীকার। হাতে গোনা কয়েকজন সুবিধাবাদী নেতা যাদের পরিবার কখনও আওয়ামী লীগের রাজনীতি করিনি। সেই সব নেতা সাতক্ষীরা সদর আসনে জাতীয় পার্টিকে সমর্থন দিয়েছিল। উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি তাদের একক প্রার্থী দেওয়ায় তাদের কিছু বলতে পারছেনা। ঐ সব সুবিধাবাদী নেতারা সদর উপজেলা নির্বাচন উপলক্ষে আলোচনায় বসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের স্বতন্ত্র প্রার্থীর বিজয়ের সম্ভাবনা থাকা শর্তেও তাকে সমর্থন না দিয়ে জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন দেওয়ায় নেতাকর্মীদের তোপের মুখে পড়ে এখন তারা ক্ষমা চাইছে। তারা এখন বলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে সমর্থন দিয়ে ভুল করেছি। দলের স্বতন্ত্র প্রার্থী থাকা শর্তেও জাতীয় পার্টিকে সমর্থন দিয়ে সাতক্ষীরায় আওয়ামী লীগকে ছোট করা এবং দলকে ধ্বংশকারীরা দলের নেতাকর্মীদের কাছে কখনও ক্ষমা পাবেনা। জবাব তাদের দিতেই হবে। মুজিব আদর্শ্যের সৈনিকরা কখনও মেনে নেবেনা।”
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই এলাহী, সাতক্ষীরা জেলা সেক্টর কমান্ডারস ফোরাম এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, বাঁশদহা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মো. মফিজুর রহমান, দৈনিক সাতক্ষীরা সংবাদ’র সম্পাদক মো. শাহআলম, সমাজের আলো’র সম্পাদক সাংবাদিক ইয়ারব হোসেন, সাংবাদিক খন্দকার আনিছুর রহমান, সাংবাদিক গাজী ফরহাদ, সাংবাদিক মো. আব্দুর রহিম, সাংবাদিক মাহফিজুল ইসলাম আককাজ, সাংবাদিক মো. আব্দুর রহমান, সাংবাদিক মো. রাহাত রাজা, সাংবাদিক মো. শহিদুজ্জামান শিমুল, সাংবাদিক ফিরোজ হোসেন, সাংবাদিক শেখ মাসুদ আলীসহ দলীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।