সাতক্ষীরায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ মে) বেলা ১২টায় সাতক্ষীরা সার্কিট হাউজ কনফারেন্স রুমে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, খুলনা এবং সাতক্ষীরা জেলা প্রশাসেনর আয়োজনে প্রতিবেশ অ্যাক্টিভিটি ইউএসএআইডি ইকোসিস্টেমস্’র সহযোগিতায় সাতক্ষীরা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) সৈয়দা মাছুমা খানম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক (উপসচিব) মো. ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা আতিকুল ইসলাম, প্রতিবেশ অ্যাক্টিভিটি চিফ অফ পার্টি ড. ফেলিক্স গ্যাষিক প্রমুখ।
পরিবেশগত সংকটাপন্ন ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বিষয়ক বিশদ বক্তব্য উপস্থাপন করেন প্রতিবেশ অ্যাক্টিভিটি পলিসি এ্যান্ড গভারনেন্স স্পেশালিষ্ট সাঈদ মাহমুদ রিয়াদ প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সুশীলন সাতক্ষীরা’র উপপরিচালক জিএম মনিরুজ্জামান মনি, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, বুড়িগোয়ালীরি ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম প্রমুখ। এসময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষি, মৎস্য, সমাজসেবা অধিদপ্তর’র কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক (উপসচিব) মো. ইকবাল হোসেন।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।