শিক্ষক ছাড়াই চলছে তালার স্কুল!

নিজস্ব প্রতিনিধি: স্কুলে শিক্ষার্থী থাকলেও নেই কোনো শিক্ষক। বড় বড় দালান কোঠা, টেবিল বেঞ্চ ছাত্র-ছাত্রী থাকলেও দেখাশোনার কেউ নেই। নিয়োগপ্রাপ্ত শিক্ষক থাকলেও সময় মতো স্কুলে না আসার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

বুধবার (৮ এপ্রিল) দেখা যায়, তালা উপজেলার ৯৬নং কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা ৫৮মিনিট বাজলেও নেই কোনো শিক্ষক। সেখানে একজন শিক্ষক থাকলেও স্কুলের বাইরে তাকে ঘোরাঘুরি করতে দেখা যায়। স্কুলে অন্য শিক্ষকরা কোথায় তা বলতে পারেনি কেউ।
ছাত্র-ছাত্রীদের কাছে তাদের শিক্ষক কোথায় গেছে জানতে চাইলে একাধিক শিক্ষার্থী জানান, স্যাররা কোথায় গেছে আমরা তো জানি না। তবে আমরা স্কুলে এসে দেখলাম সব শিক্ষক মিলে যেন কোথায় গেছে। কিন্তু আমাদের সাথে বলে যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে একাধিক অভিভাবক জানান, দিন দিন স্কুলটা অধঃপতনে যাচ্ছে। প্রায়শঃ শিক্ষার্থীরা বাড়ি এসে অভিযোগ করে জানায় ক্লাসে স্যারেরা ঠিক মতো ক্লাস নেন না। ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করে কথা বলে এবং ভিডিও দেখে সময় অতিবাহিত করেন শিক্ষকরা। শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা যাচাই করতে স্কুলে যান অভিভাবকরা। সেখানে গিয়ে দেখেন কোনো শিক্ষকই স্কুলে নেই। শিক্ষার্থীরা লেখাপড়া বাদ দিয়ে খেলা করছে কিন্তু স্যারদের কোনো খোঁজ নেই। অভিভাবকদের দাবি শিক্ষকদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

স্কুল চলাকালীন সময়ে কোনো শিক্ষক স্কুলে নেই জানতে সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একাধিক বার মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

এবিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন বলেন, অভিযোগ পেলে সত্যতা যাচাইপূর্বক তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।