নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ১, ২, ৮ ও ৯নং ওয়ার্ডের মোট ৫দশমিক ৯২৭ কি.মি. রাস্তা এবং ১ দশমিক ৭৯৪ কি. মি. ড্রেইন নির্মাণ কাজের চুক্তি স্বাক্ষর এবং কার্যাদেশ প্রদান করা হয়। যার চুক্তিমূল্য পনেরো কোটি ছত্রিশ লক্ষ তেইশ হাজার পাঁচশত বারো টাকা। এরমধ্যে শহরের ২নং ওয়ার্ডে ৬ কোটি ২৫ লাখ টাকার ৫টি প্রকল্প রয়েছে।
গৃহীত প্রকল্পগুলো হলো ১নং ওয়ার্ডে কাস্টম গোডাউন হতে থানাঘাটা বউ বাজার পর্যন্ত পিচের রাস্তা কোটি ৬৪ লাখ টাকা এবং বউ বাজার লিংক রোড আরসিসি করণ ২৭ লাখ ৬০ হাজার টাকা।
২নং ওয়ার্ডে ধোপা পুকুর হতে শফি লষ্করের বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা ৯৮ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা, একই রাস্তায় ড্রেন নির্মাণ ১ কোটি ৬৭ লাখ ৬০ হাজার ৫০০ টাকা, মানিক ময়রার মোড় হতে লষ্করপাড়া ঈদগাহ পর্যন্ত রাস্তা আরসিসি ড্রেন নির্মাণ ৪৫ লাখ ২০ হাজার টাকা, একই রাস্তায় আরসিসি ড্রেন নির্মাণ ৬৬ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা এবং মুনজিতপুর জুবলি স্কুলের মোড় হতে একাডেমি মসজিদ হয়ে সরকারী কলেজ রোড পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ ২ কোটি ৪৬ লাখ ৯১ হাজার ৫০০ টাকা।
৮নং ওয়ার্ডে কামালনগর মধ্যপাড়া বেলাল ফার্মেসির বাড়ি হতে আসাদের বাড়ি পর্যন্ত রাস্তা আরসিসিকরণ ৬১ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, কামালনগর ডা. আফতাবুজ্জামানের বাড়ি হতে আসমানী শিশু নিকেতন পর্যন্ত রাস্তা আরসিসিকরণ ৯১ লাখ ২৫ হাজার টাকা, পলাশপোল খালধার এড. রবিউল ইসলাম খানের বাড়ির দক্ষিণ পার্শ্ব হয়ে নবজীবন হয়ে সাতক্ষীরা-কালিগঞ্জ রোড পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ ৮৬ লাখ ৮৭ হাজার ২৭০ টাকা, একই রাস্তায় ড্রেন নির্মাণ ১ কোটি ৯৮ লাখ ৮৭ হাজার ৯০০ টাকা, লিংক পলাশপোল নবজীবন এতিমখানার সামনে রাস্তা আরসিসিকরণ ৩৭ লাখ ৬৫ হাজার ৭০০ টাকা এবং একই রাস্তায় আরসিসি ড্রেন নির্মাণ ৭১ লাখ ৪৯ হাজার ৩০০ টাকা।
৯নং ওয়ার্ডে গৃহীত দুটি প্রকল্প খুলনা রোর্র্ডের মোড় এমএমসি হসপিটাল হতে নাজমুল দর্জির বাড়ি পর্যন্ত রাস্তা আরসিসিকরণ ২৮ লাখ ৭৯ হাজার ২০০ টাকা এবং সাতক্ষীরা বাসটার্মিনালের দক্ষিণ পার্শ্ব হতে সুমি ভিলা পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ।
বুধবার উক্ত কাজের নিযুক্ত ঠিকাদারের নিকট কার্যাদেশ প্রদান করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান ও সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকতা নাজিম উদ্দীন (সিনিয়র সহকারী সচিব)। বনান্তর ট্রেডিং লিমিটেডের মো. ইকবাল জমাদ্দার জয়েন্ট ভেন্চারে পক্ষে ঠিকাদার মো. ইকবাল জমাদ্দার চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মো. শফিকুল আলম বাবু, নুরজাহান বেগম নূরী, রাবেয়া পারভীনসহ পৌরসভার প্রকৌশল শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …