তালায় ঘেরে বিষ প্রয়োগে ৫ লক্ষ টাকার মাছ নিধন

কামরুজ্জামান মিঠু: তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালায় পূর্বশত্রুতার জের ধরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৫ লক্ষ টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে, গত ৯ মে বৃহস্পতিবার তালা উপজেলার গোনালী খইতলা নামক এলাকায়। এ ঘটনায় তালা থানায় একটি অভিযোগ করেছে ভুক্তভোগী জব্বার জোয়ার্দ্দার।
অভিযোগে জানাযায়,দক্ষিন নলতা গ্রামের আমিন জোয়ার্দ্দারের পুত্র জব্বার জোয়ার্দ্দারের মৎস্য ঘেরে রাতের আধারে কে বা কারা বিষ প্রয়োগ করে। এবং সকালেই ঘেরের সমস্ত মাছ মরে ভেসে উঠে। ঘের মালিক জব্বার জানান, একই এলাকার ফকির আহম্মেদ মোড়লের ছেলে ইমদাদুল মোড়লের সহিত তার জমি-জমা সংক্রান্ত থাকায় সে বিভিন্ন সময় তাকে নানাবিধ হুমকী দিয়ে আসছিল। তারই জের ধরে ইমদাদুল মাছের ঘেরে বিষ দিয়েছে বলে আমার ধারণা। ঘের মালিক জব্বার আরও জনায়, কিটনাশক দেওয়ার ফলে ঘেরে থাকা গলদা রুই, কাতল, মৃগেল সহ বিভিন্ন ধরনের মাছ মারা যাওয়ায় তার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

Check Also

কলারোয়ায় ভেদাভেদ ভুলে বি,এন,পি-আ’লীগের একত্রে প্রকল্পের চেক ভাগাভাগি

নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়ায় ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় উপজেলায় সামাজিক অবকাঠামো উন্নয়নে টি,আর,কাবিখা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।