সুন্দরবনে গাছের ফল খেয়ে কোন রকমে বেঁচে ছিল সুন্দরবনে নিখোঁজ তিন জেলে

শ্যামনগর (সদর) প্রতিনিধি: ঘুর্ণিঝড় রেমালের কবলে পড়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিন জেলেকে ৭দিন পর উদ্ধার করেছেন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসের সদস্যরা। শনিবার সকাল ৭টার দিকে গহিন সুন্দরবনের নিশিনখালী খাল এলাকায় উঁচু গাছ হতে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত তিন জেলে হলেন-শ্যামনগর উপজেলা পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার বাবুর আলীর ছেলে সাইদুর রহমান (৪২) এবং একই এলাকার হযরত আলীর ছেলে হায়দার আলী (৩০) ও গোলাম রব্বানীর ছেলে লিটন (৩০)। গত ২৫ মে সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন হতে মাছ ধরার অনুমতি নিয়ে ওই জেলেরা সুন্দরবনে প্রবেশ করে এবং ২৬ মে সুন্দরবনে ঘূর্ণিঝড় রেমালের কবলে পড়ে নিখোঁজ হয়।
কোবাতক বনস্টেশন অফিসার (এসও) মোবারক হোসেন জানান, জেলেদের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো পরে সুন্দরবনের বিভিন্ন স্থান তল্লাশী করে নিশিনখালী খাল এলাকায় উঁচু গাছ হতে জেলেদের উদ্ধার করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিখোঁজ জেলে হায়দার আলী জানান, ঘুর্ণিঝড়ের কবলে পড়ে নদীতে প্রচন্ড ঢেউয়ের আঘাতে নৌকা ডুবে যায়। এসময় কোন রকমে সাতার দিয়ে সুন্দরবনে উঠে বড় গাছে আশ্রয় গ্রহণ করে। এসময় সুন্দরবনে গাছের ফল খেয়ে কোন রকমে বেঁচে ছিল।
পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এজেডএম হাসানুর রহমান বলেন, জেলেদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছ।

Check Also

দুর্নীতিবাজ, খুনি, স্বার্থান্বেষী মহলকে আর ক্ষমতায় দেখতে চাই না: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।