তালা(সাতক্ষীরা) সংবাদদাতা:
বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন বিষয়ক সচিব ও তালা কলারোয়া( সাতক্ষীরা -১) আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হলে এমন একটি সরকার গঠন করতে হবে যে পার্লামেন্টে শুরাএ সিদ্ধান্তের ভিত্তিতে প্রচলিত হবে। কোন একজনের বিশেষ ব্যক্তির নির্দেশে দেশ পরিচালিত হবে না।
তিনি বলেন,আমরা চাই পি আর পদ্ধতিতে নির্বাচন। এ পদ্ধতিতে নির্বাচন হলে আসনে আসনে ভোট ডাকাতি ভোট চুরি কালো টাকা মুক্ত হয়ে সুন্দর একটি নির্বাচন আমরা পাব। দেশের জনগণ রাজনৈতিক দলকে ভোট দেবে, যে দলের জনপ্রিয়তা যেমন, যত পার্সেন্ট ভোট পাবে তারা সেই পার্সেন্টের ভিত্তিতে আসন পাবে। তারা ততটা আসনে পার্লামেন্টের মেম্বার হবে। সেখানে একটি শক্তিশালী বিরোধী দল থাকবে। তাহলে সে সংসদ প্রাণবন্ত হবে,দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ হবে।
৪ জুলাই শুক্রবার বেলা ১১ টায় সাতক্ষীরা তালা উপজেলার সুভাষিনী বাজারে জমায়েতে ইসলামী আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি বলেন, যারা জনগণের ক্ষমতা পেয়ে টাকা আত্মসাৎ না করে বরং জনগণের খেদমত করতে পারে এমন ধরনের বাছাই করা লোকদেরকেই দিয়ে সরকার গঠন করতে হবে। এদেশের জনগণের ভাবা দরকার আগামী দিনের বাংলাদেশ আমরা কাদের হাতে তুলে দেব। এদেশে জনগণেরএটাই সিদ্ধান্ত নেয়া উচিত সরকারি ক্ষমতা পেয়েও যারা নিজেদেরকে যারা দুর্নীতি মুক্ত রাখতে পেরেছে। এলাকায় চাঁদাবাজি ঘের দখল সন্ত্রাস ধর্ষণ বন্ধ করতে চান, অফিস আদালতে ঘুষ দুর্নীতি বন্ধ করতে চান, এসকল অপকর্ম থেকে যারা মুক্ত তাদেরকে যদি নির্বাচিত করতে না পারেন তাহলে কিভাবে আপনারা ঘুষ দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা পাবেন।
অধ্যক্ষ মো: ইজ্জত উল্লাহ পবিত্র হজব্রত পালন শেষে দেশে আসলে তাকে তালায় এ গণ সংবর্ধনা দেয়া হয়। তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে ও অফিস সেক্রেটারি জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী,সাবেক উপজেলা আমীর ডাঃ আফতাব উদ্দিন, কুমিরা ইউনিয়নের সাবেক আমীর মাও; জাকিরহোসেন, উপজেলা শুরা সদস্য মুস্তাফিজুর রহমান ,তেঁতুলিয়া ইউনিয়নের আমীর,মাও:আব্দুল হালিম,তালা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি জামালুল বান্না,পাটকেলঘাটা শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম। প্রমুখ।
Check Also
জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই, এনসিপির জন্য আলোচনার দরজা খোলা : সালাহউদ্দিন
দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনি জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে …