Breaking News

তালায় জামায়াতের নির্বাচনী কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: তালায় জামায়াতের নির্বাচনী কর্মীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা জামায়াতের আয়োজনে ৫ জুন রবিবার বিকাল ৪টায় ইসলামকাটি ইউনিয়নের নাংলায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লা।

উপজেলা সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডাঃ মাহামুদুল হক, সাতক্ষীরাজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা কম’পরিষদ সদস্য ডাঃ আপ্তাব উদ্দিন। ৭নং ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুকসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ছাত্র আন্দোলন হয়েছিল উই ওঢান্ট জাস্টিস সমাজের প্রতিটি স্তরের ন্যায়বিচার প্রতিষ্ঠা, কোন চাঁদাবাজি থাকবে না, কোন দুস্কৃতিকারি থাকবে না। আগের দিনের দখলদারের চেহারা পরিবর্তন হয়েছে, চাদার হার বেড়ে গেছে, সে স্থানে অন্যরা দখলে নিয়েছে, চাদার হার দ্বিগুণ হয়েছে।

আমরা একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ উপহার দিতে চাই। এ জন্য সকল ইসলামী দল ঐক্যবদ্ধ ভাবে একটি দেশপ্রেমিক সরকার গঠন করতে চাই। এজন্য আমাদের ভুমিকা সবার আগে রাখতে হবে। আমরা যেখানে দুর্নীতি দেখবো, যেখানে অসামঞ্জস্যতা দেখবো, সেখানে আমরা প্রতিবাদ করবো।

এজন্য সৎযোগ্য ব্যক্তি নির্বাচিত করে আমরা কাঙ্খিত ফলাফল উপহার দিয়ে দু:শাষণ মুক্ত সমাজ রাষ্ট্র উপহার দিতে চাই। এর পুর্বে সকাল ১০টায় পাটকেলঘাটা এবং বেলা ১১টায় তালা আল-আমীন একাডেমীতে মহিলা কর্মীদের নিয়ে পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়।

About news-admin

Check Also

জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই, এনসিপির জন্য আলোচনার দরজা খোলা : সালাহউদ্দিন

দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনি জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *