সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ ১৭ সাংবাদিকের জামিন

সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সংঘটিত সাংবাদিকদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় সভাপতি আবু নাসের মোহাম্মদ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীসহ ১৭ সাংবাদিক আদালত থেকে জামিন পেয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক রাফিয়া সুলতানা তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালতে প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম ও অ্যাডভোকেট জহুরুল হকসহ ২০/২২ জন আইনজীবী।

আদালত থেকে জামিন পেয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী বলেন, সাতক্ষীরা প্রেসক্লাবকে রক্ষার জন্য আমাদের সাংবাদিক বন্ধুরা সেদিন সন্ত্রাসী দখলদার বাহিনীর সদস্যদেরকে রুখে দিয়েছিল। সেই দখলদার বাহিনী একটি চক্রের ছত্রছায়ায় থেকে আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে ও ষড়যন্ত্রমূলক একটি মামলা করেছিল। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে সেই মামলায় আজ জামিন নিয়েছি। অমরা ন্যায় বিচার পেয়েছি এবং ভবিষ্যতেও আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি।

একটি কুচক্রী মহল সাংবাদিকদের উস্কে দিয়ে সাতক্ষীরাকে অস্থিশিল করার পায়তারা করছে উল্লেখ করে তিনি বলেন, কোন সন্ত্রাসী গোষ্টীকে সাতক্ষীরা প্রেসক্লাবের সুনাম নষ্ট করতে দেওয়া হবে না। সাতক্ষীরা প্রেসক্লাবে দখলবাজি চলবে না। এটা সাংবাদিকদের প্রতিষ্ঠান, এখানে কারোর দাদাগিরি চলবে না। প্রেসক্লাব তার আপন গতিতেই চলবে।

জানা গেছে, গত ৩০ জুন বেলা ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের ঢোকার চেষ্টা ও অপর পক্ষ কর্তৃক প্রতিহত করাকে কেন্দ্র করে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় সাংবাদিকদের দুই গ্রুপের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। একপক্ষে আসাদুজ্জামান আসাদ ও অপর পক্ষে আবু নাসের মোহাম্মদ আবু সাঈদ বাদী হয়ে এই মামলা করেন।

অসাদুজ্জামান আসাদ এর দায়ের করা মামলার ১৭ জন সাংবাদিক জামিন পেয়েছেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *