আশাশুনি বাইপাস সড়কে বাস খাদে পড়ে আহত-১৪

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।সাতক্ষীরার আশাশুনিতে দুটি মিনিবাস ক্রসিং এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মৎস্য ঘেরে উল্টে পড়ে কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। আহতদের আশাশুনি স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল সোয়া ৪ টার দিকে আশাশুনি মানিকখালী ব্রীজ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা থেকে সাতক্ষীরা-জ-১১-০০০৯ নং যাত্রী বোঝাই মিনিবাস আশাশুনি বাস স্ট্যান্ড হয়ে মানিককালী ব্রীজ বাইপাস সড়ক দিয়ে বড়দলে যাচ্ছিল। ব্রীজ টোলপ্লাজার বেশ আগে জনৈক এনামুলের মৎস্য ঘেরের কাছে পৌছলে,সামনের দিক থেকে আসা অপর একটি মিনিবাসের সাথে ক্রসিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উচু সড়কের নিচে ঘেরের মধ্যে গিয়ে পড়ে। বাসটি উল্টে দুই ঘুর খেয়ে পড়ায় যাত্রীরা আহত হয়। স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। আশাশুনি ফায়ার সার্ভিসের সাব অফিসার আমজাদ হোসেনের নেতৃত্বে উদ্ধারকৃতদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ফায়ার সার্ভিস সাব অফিসার আমজাদ হোসেন জানান,কেয়ারগাতির ভুট্ট সানা,খালিয়ার মাওঃ আঃ সালাম,বড়দলের রাবেয়া বেগম,শরিফা,খেওয়ারডাঙ্গার রিয়াদ,জামালনগরের নাজমুল,কেয়ারগাতির আসাদুল,তুয়ারডাঙ্গার আসমা খাতুন,বড়দলের সোহেল রানা,আশাশুনির হিমাদ্রী সরদার,দুর্গাপুরের তালেব সরদার,আশাশুনির হৃদয়, বড়দলের সাগর ও শ্রীকলস গ্রামের শহিদুল ইসলামকে আশাশুনি হাসপাতালে ভর্তির পর গুরুতর আহত ৭ জনকে সাতক্ষীরা হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ীর চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাসটি ঘেরের মধ্যে পড়েছিল।
এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনি,সাতক্ষীরা সংবাদদাতা
০১৯৩৭ ৮৭৫০৮৯
তাং১০/৭/২৫

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *