কালিগঞ্জে ৮ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির নবায়ন যাচাই- বাছাইয়ের ফরম উদ্বোধন

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন যাচাই-বাছাই ফরম কার্যক্রম সার্চ কমিটির মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দিনব্যাপী বিষ্ণুপুর, দক্ষিণ শ্রীপুর, কৃষ্ণনগর, কুশুলিয়া, মথুরেশপুর, ধলবাড়িয়া, রতনপুর ও মৌতলা সহ কার্যক্রম অনুষ্ঠিত হয়,

এসময় যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-৪ এর টিম প্রধান তাসকিন আহমেদ চিশতী, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা সদস্য হাবিবুর রহমান হবি, জেলা সদস্য তারিকুল হাসান, শের আলী, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, শেখ নুরুজ্জামান, আক্তারুজ্জামান প্রমুখ।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *