কামরুজ্জামান মিঠু
তালা (সাতক্ষীরা) সংবাদ দাতা
সাতক্ষীরার তালায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টূর্ণামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বৃহঃবার (১০ জুলাই ২০২৫) বিকাল ৩.৩০ টায় তালা পুরাতন হাই স্কুল মাঠে এই উদ্বোধন করা হয়। তালা উপজেলা যুব জামায়াতের উদ্যোগে জুলাই আহত ও শহীদদের স্বরণে এই টর্ণামেন্টের আয়োজন করা হয়। টর্ণামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী জনা অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর সভাপত্তিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, সাবেক তালা উপজেলা ছাত্রশিবির সভাপতি আল-আমীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা সাকিব হোসেন, দৈনিক নয়া দিগন্তের তালা প্রতিনিধি ইয়াছিন আলী সরদার, তালা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, সাংবাদিক শামীম খান , এমএ ফয়সাল, তালা বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক সরদার আব্দুল্লাহ, সহ আরও অনেকে । উদ্বোধনী খেলায় খলিলনগর ইউনিয়ন ফুটবল একাদশ ও তালা সদর ফুটবল একাদশের মধ্যে তুমুল প্রতিযোগিতা হয়। সর্বশেষ তালা সদর ইউনিয়ন ৩-২ গোলে বিজয়ী হয়। আগামী ১১ জুলাই শুক্রবার বিকালে তেতুঁলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ও মাগুরা ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে খেল অনুষ্ঠিত হবে।
কামরুজ্জামান মিঠু
ক্রাইম বার্তা