সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার পন্যসহ ৩জন আটক 

সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা সীমান্তের বিভিন্নস্থানে বিজিবির পৃথক পৃথক অভিযানে একটি ট্রাকসহ প্রায় কোটি টাকার ভারতীয় মালামাল আটক করেছে। এসময় গ্রেপ্তার করা হয় ৩জনকে।  সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, বুধবার বেলা আড়াইটার দিকে ভোমরা স্থল বন্দরের ফলমোড়ে একটি ট্রাক তল্লাসী করে ০৭ বোতল ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনাসহ ২জনকে আটক করা হয়। আটককৃত ট্রাকটি (ঢাকা মেট্রো-উ-১১-৭৭৭৭) ভোমরা আইসিপি দিয়ে বাংলাদেশী রপ্তানীকৃত পণ্য ভারতে পৌছে দিয়ে ফেরত আসার সময় অবৈধভাবে চিংড়ি মাছের রেনুপোনা আনায়ন করে। ট্রাকসহ আটককৃত রেনুপোনার মূল্য ৮৪ লাখ ২০ হাজার টাকা।আটককৃতরা হলো পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া গ্রামের মো. মঈন উদ্দিনের ছেলে মোঃ মেহেদী হাসান (২৭) এবং সাতক্ষীরার ভোমরা গ্রামের জিয়াদ আলীর ছেলে মোঃ তরিকুল ইসলাম (২০)। আটককৃত আসামীসহ জব্দকৃত ট্রাক ও চিংড়ি মাছের রেনুপোনা সাতক্ষীরা সদর থানায় জমা করা হয়েছে।এদিকে বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ গাজীপুর, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, ঘোনা, চান্দুরিয়া, মাদরা, পদ্মশাখরা, ভোমরা বিওপির এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ২২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং প্রায় সাড়ে নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।বিজিবি জানায়, ভোমরা বিওপির এর আভিযানে ভোমরা বাজার বাবু মার্কেট নামক স্থান হতে ০১ জন আসামীসহ ২২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করে।এছাড়াও, গাজীপুর বিওপির এর আভিযানে বেলতলা এলাকা হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে দখল ও গেড়াখালী হতে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় ঔষধ ও তালাচাবি আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযাপন বোয়ালিয়া হতে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে।ঘোনা বিওপি’র আভিযানে দাঁতভাঙ্গা হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির আভিযানে গোয়ালপাড়া হতে ১ লাখ ০৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির আভিযানে ভাদিয়ালী হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। পদ্মশাখরা বিওপির আভিযানে দাসপাড়া হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, ভোমরা বিওপির আভিযানে লক্ষীদাড়ি হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।আটক পন্যের মূল্য ৯ লাখ ৪৭ হাজারসহ সর্বমোট ৯৩ লাখ ৬৭ হাজার টাকা।সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. আশরাফুল হক জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

 

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *