১৯ জুলাই জামায়াতের সমাবেশ’ সফল করতে সাতক্ষীরা জেলা যুব বিভাগের প্রস্তুতি সভা

সাতক্ষীরা সংবাদদাতাঃ ১৯ জুলাই জামায়াতের ঐতিহাসিক ‘জাতীয় সমাবেশ’ সফল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা যুব বিভাগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে জেলা যুববিভাগের সভাপতি উপাধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য চেয়ারম্যান আবু বক্কর, কৃষিবিদ মাহমুদ হোসেন প্রমুখ।
মাওলানা আজিজুর রহমান বলেন, জুলাই আগস্টের গণ—অভ্যুত্থানের স্মৃতিবাহী সময়ে জাতীয় সমাবেশ জাতীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ। রক্তের বিনিময়ে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করার পর গণ—অভ্যুত্থানের মূল উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশের আয়োজন করেছে। আসন্ন জাতীয় সমাবেশ সফল করার জন্য তিনি সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, জামায়াতে ইসলামী ঘোষিত ৭ দফা আদায়ের মাধ্যমেই ছাত্র—জনতার গণ—অভ্যুত্থানের সফলতা অর্জন করতে হবে।
জামায়াতের ৭ দফা দাবি
১. সব গণহত্যার বিচার, ২. প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ৩. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, ৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, ৫. পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ৬. প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং ৭. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ।

আবু সাইদ বিশ^াস
সাতক্ষীরা
১২/৭/২৫

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *