সাতক্ষীরায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি:  সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহরের নিউ মার্কেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পাকাপুল মোড় হয়ে সদর থানা সড়ক প্রদক্ষিণ করে পি এন হাইস্কুলের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সদর থানা ছাত্রদলের আহ্বায়ক বাপ্পি, সদস্য সচিব সোহেল রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক আইউব আলী ও সদস্য সচিব শাহিন ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আসিফ রিপন, সাবেক যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান, সরকারি কলেজ ছাত্রদলের বর্তমান সভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক মোল্লা মো. শাহাজুদ্দীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সান, মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব করিমন নেছা শান্তা প্রমুখ।

এ সময় সাতক্ষীরা জেলার শহর ইউনিট, সদর ইউনিট, প্রতিটি উপজেলা ইউনিট ও সাতক্ষীরা শহরের বিভিন্ন কলেজের ছাত্রদল নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নেন।

নেতারা অভিযোগ করেন, একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠী শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্ট করে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। এ সময় ছাত্রদলের নেতারা এসব অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *