সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, শ্রীম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন খুলনাঞ্চলের সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের, মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মোঃ আওছাফুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমী, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়রে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ছানোয়ার হোসেন, সুশীলন এনজিও এর প্রজেক্ট অফিসার দেব রঞ্জন বিশ্বাস দেবু প্রমুখ।

সভায় আগামী ২২ থেকে ২৮ জুলাই সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহ উদযাপনের সিদ্ধান্তসহ জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সবার সহযোগিতা কমনা এবং ৭ দিনব্যাপী কর্মসূচির কার্যক্রম চূড়ান্ত করা হয়।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *