সাতক্ষীরায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) দুপুরে সাতক্ষীরার মাধবকাটি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম মিজানুর রহমান মিজান (৩৫)। সে আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মোঃ ইমদাদুল হক ইমদাদের ছেলে।
র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-১ এর একটি অভিযানিক দল সাতক্ষীরার মাধবকাটি বাজার হতে অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেপ্তার করে।
উক্ত মিজানুর রহমান মিজান মাগুরা জেলায় একটি মাদক মামলায় যাবজ্জীন সাজাপ্রাপ্ত আসামী। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ক্রাইম বার্তা