oplus_2

কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম গংয়ের বিরুদ্ধে এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও তার ভাই মোঃ আব্দুর রহমানের বিরুদ্ধে এক ব্যক্তির পৈত্রিক ৯ একর ৯০.৫ শতক জমি জবর দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২০ জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বৈশখালী গ্রামের মৃত ছাকাত মোল্লার ছেলে আলমগীর হোসেন এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০০০ সালের ডিসেম্বর মাসে আমার পিতা ছাকাত মোল্লা জীবিত থাকাকালে চিংড়ি প্রকল্পের আওতায় অগ্রণী ব্যাংক, ভেটখালী শাখা হতে ৪ লাখ ৪৫ হাজার  টাকা লোন গ্রহণ করেন। ২০০১ সালের জানুয়ারি মাসে আমার পিতার মৃত্যুর পরে ২০০৫ সালে কয়েক কিস্তিতে আমরা লোনের ৪ লাখ ৪৫ হাজার টাকা পরিশোধ করি। কিন্তু ব্যাংক ৬ লাখ ১৭ হাজার টাকার ডিক্রী পেলে আমরা উদ্বৃত্ত টাকা মওকুফের জন্য সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারের মাধ্যমে হেড অফিসে আবেদন করি। কিন্তু আবু দাউদ শেখ এর ছেলে কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও তার ভাই যুবলীগ নেতা মোঃ আব্দুর রহমান ব্যাংকের সাথে যোগসাজসে গোপনে জমি গোপনে নিলামে খরিদ করে। বিষয়টি জানতে পেরে আমরা নিলাম রদের মামলা করি (মিস ৩৬/০৮, ধারা-২১(৯০)। যেটা আদালতে চলমান। আদালতের নির্দেশনা অনুযায়ী নিলামের কার্যক্রম এখন সম্পূর্ণ স্থগিত (নং-০১/২০০৬)। এরপরও তৎকালীন আদলীগ নেতা জহুরুল হায়দার বাবু সহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাদের ছত্রছায়ায় আমাদের পৈত্রিক ৯ একর ৯০.৫ শতক সম্পত্তি অবৈধভাবে দখলে নেওয়ার জন্য তারা বিভিন্ন সময়ে আমাদের নামে কমপক্ষে ৩০/৪০ টির মতো মিথ্যা মামলা দায়ের করেছে।
আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, বর্তমানে উক্ত ব্যক্তিরা জামায়াত-বিএনপি’র কিছু অসাধু ব্যক্তির ছত্রছায়ায় ফের বেপরোয়া হয়ে উঠেছে। তারা আবারও আমাদের পৈত্রিক সম্পত্তি, ভিটাবাড়িসহ ৯ একর ৯০.৫ শতক জমি জবর দখল করার পায়তারা করছে। শেখ আব্দুর রহিম গংরা যখন যে দল সামনে থাকে তাদের হয়ে কাজ করে এলাকায় শান্তি শৃঙ্খলার অবনতি ঘটায়। বর্তমানে জমি ছেড়ে না দিলে তারা আমাদেরকে খুন করে লাশ গুম করে দিবে বলে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে। এচাড়া বিভিন্ন মামলায় ফাসানোর জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। একারণে বর্তমানে আমি এবং আমার পরিবার সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি আরো বলেন, জোর পূর্বক জমি দখলে নিতে না পেরে সাংবাদিককে ভুল বুঝিয়ে কিছুদিন পূর্বে তারা কয়েকটি পত্রিকার আমাদের নামে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আমাদের পৈত্রিক সম্পত্তি যাতে শেখ আব্দুর রহিম গংরা জবর দখল করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ  প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *