চাঁদা না পাওয়ায় মৎস্য খামারে লুট পাট যুবদল নেতার বিরুদ্ধে পাঁচ লক্ষ টাকা চাঁদাবাজি, পরে তিন কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি:
প্রথমে পাঁচ লক্ষ টাকা চাঁদাবাজি, পরে তিন কোটি টাকা চাঁদা দাবি। টাকা না দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মৎস্য খামারে লুট পাটের অভিযোগ ঘটেছে। এ ঘটনায় রোববার (২০ জুলাই) রাতে বিএনপি’র ভারপ্রাপ্তি চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মৎস্য খামারটির চেয়ারম্যান।

ঘটনাটি সাতক্ষীরা শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার এক হাজার বিঘা জমির উপর প্রতিষ্ঠিত প্যান্ডামিক ফিসারিস লিমিটেডে। অভিযুক্ত যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক।

প্যান্ডামিক ফিসারিস লিমিটেডের চেয়ারম্যান এ এম সাইদুর রহমান অভিযোগ করে বলেন, কয়েকমাস আগে হামলা ও লুটপাটের নেতৃত্ব দানকারী যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু ৫ লক্ষ টাকা চাঁদা দিতে বাধ্য করছিল। পরে আবার ৩ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় গত ১৬ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত দফায় দফায় আমার মৎস খামারে লুটপাট হয়েছে। দখলবাজি ও লুটপাটে আমরা অপূরনীয় ক্ষতিগ্রস্থ। ১৬ তারিখে ২ বার হামলা ও লুটপাটের পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনা স্থলে যাওয়ার পর শ্যামনগর থানায় একটি মামলা হলেও তার পরও হামলা ও লুটপাট অব্যাহত রাখে।

তিনি বলেন, চাঁদা না দেওয়ায় শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু নেতৃত্বে মুন্সিগঞ্জ ইউনিয়নে সাবেক চেয়ারম্যান কাশেম মোড়ল, সালাউদ্দিন শাওন মোড়লসহ বেশ কিছু ব্যক্তি প্যান্ডামিক ফিসারিজ এর কার্যক্রম পরিচালনায় বাধা সৃষ্টি করে।

এ এম সাইদুর রহমান বলেন, বিএনপির মধ্যে থাকা দখলবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে প্যান্ডামিক ফিসারিজের প্রকল্পটি দখলবাজদের কবল থেকে মুক্ত করা জন্য আমি রোববার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর অভিযোগ দিয়েছি।

অভিযুক্ত শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু বলেন, আমি কোন চাঁদা চায়নি বা নেয়নি। তাছাড়া এবিষয়ে আমি কিছুই জানিনা। রাজনৈতিক ভাবে আমাকে হেও করতে এমন অভিযোগ তোলা হচ্ছে।

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *