জামায়াত আমীর খুলনা আসছেন মঙ্গলবার

ঢাকায় জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাঈদের পরিবারকে শান্তনা দিতে খুলনা আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

আগামী ২২ জুলাই (মঙ্গলবার) সকালে তিনি ঢাকা থেকে খুলনা আসছেন বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমীরে জামায়াত রবিবারই খুলনা যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সমাবেশস্থলে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা আপাতত: কোথাও সফর না করার পরামর্শ দিয়েছেন। এজন্য মঙ্গলবার(২২ জুলাই) তিনি খুলনা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমীরে জামায়াতের খুলনার সফরসূচি পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

তবে সম্ভবত: সকালে ঢাকা থেকে রওয়ানা দিয়ে খুলনার দাকোপের মাওলানা আবু সাঈদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে, তার কবর জিয়ারত শেষে আবারো ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করতে পারেন। জামায়াত আমী‌রের সাথে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার থাকবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *