সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানে পাঁচ শহিদের স্মরণে বৃক্ষরোপণ

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষে সাতক্ষীরার পাঁচ শহিদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন। শনিবার (১৯ জুলাই) সকালে সাতক্ষীরা শহরের কাটিয়াস্থ জেলা পরিষদের পুরাতন ডাকবাংলো চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও তাসকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সাতক্ষীরা সামাজিক বনবিভাগের ভারপ্রাপ্ত ফরেস্ট কর্মকর্তা জি. এম. মারুফ বিল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন, সাবেক মুখপাত্র মোহিনী তাবাসসুমসহ আরও অনেকে।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার পাঁচ শহিদের নামে বৃক্ষরোপণ করা হয়েছে। এই উদ্যোগ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে না, শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেও এটি একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে থাকবে।

তিনি আরও বলেন, সাতক্ষীরার পরিবেশ সুরক্ষায় এবং শহিদদের আত্মত্যাগ স্মরণে প্রতিবছরই এ ধরনের কর্মসূচি জোরদার করা প্রয়োজন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *