শ্যামনগরে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের শাখা কার্যালয় উদ্বোধন

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা:
শ্যামনগর উপজেলা রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের শাখা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই রবিবার বিকেল ৫টায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের কেন্দ্রস্থল নওয়াবেকী ইজিবাইক স্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আব্দুর রশিদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাবেক সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল হামিদ, আটুলিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণের উপদেষ্টা মাওলানা মাহবুবুর রহমান, আলী মুরতাজা এবং নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব লুৎফর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা ইসলামী শ্রমনীতি ও শ্রমিক কল্যাণে এর গুরুত্ব এবং ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে আলোচনা করেন। শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্য সুবিধা নিশ্চিতের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *