সাতক্ষীরায় নব – মুসলিম নারীর স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি : স্বামীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরার এক নব-মুসলিম নারী। রবিবার ২৭শে জুলাই বিকালে ঝাউডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, রাফা নূর নামের এক নব-মুসলিম নারী। তিনি দাবি করেন, তার স্বামী মেহেদী হাসান শুভ এর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন তার বাবা তুষার কান্তি রায়।

রাফা নূর বলেন, আমার পূর্বের নাম নুপুর রায়। পিতা-তুষার কান্তি রায় ও মাতা-রেখা রায়। বাড়ী- সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাদরা গ্রামে। আমার জাতীয় পরিচয়পত্র ও এইচএসসি পরিক্ষার রেজিঃকার্ড অনুযায়ী বয়স প্রায় ১৯ বছর। আমি ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে এভিডেভিটের মাধ্যমে ২০২৫ সালের ১২ই মার্চ স্বেচ্ছায়, স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করি। বিগত প্রায় দেড় বছরের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের ১৯শে মার্চ স্বেচ্ছায়, স্বজ্ঞানে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের আজহারুল ইসলামের ছেলে মেহেদী হাসান শুভ(২৩) কে ভালবেসে বিয়ে করি। তারপর থেকে আমরা সুখে-শান্তিতে সংসার করছি। আমার বাবা তুষার কান্তি রায় আমাকে নিয়ে যাওয়ার জন্য একাধিকবার বিভিন্ন সম্প্রদায়ের লোকজন নিয়ে আমার শ্বশুরবাড়িতে আসে। কিন্তু আমি সুখে ঘর সংসার করায় স্বামীর বাড়ি ছেড়ে অন্য কোথাও না যাওয়ার সিদ্ধান্ত নিই। পরিবারের অমতে ধর্মান্তরিত হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করায় ও স্বামীর বাড়িতে অবস্থান করায় আমার বাবা তুষার কান্তি রায় আমার স্বামী মেহেদী হাসান শুভ এর নামে হয়রানিমূলক মিথ্যা মামলা করেছেন। যাহার ০৩-০৭-২০২৫ তারিখ সাতক্ষীরা সদর থানার মামলা নং- ১১, জি.আর নং ৩৩৯/২৫।

রাফা নূর বলেন, গত ৩ই জুলাই ২০২৫ আমার বাবা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু দমন আইনে আমাকে অপহরণ করা হয়েছে মর্মে আমার স্বামী সহ সাতজনকে আসামি করে একটি মিথ্যা মামলা করেন। এ মামলায় আমি বিজ্ঞ আদালতে জবানবন্দি দিলে আদালত তা আমলে নিয়ে ছয়জন আসামিদের
জামিন মঞ্জুর করলেও আমার স্বামীকে মিথ্যা মামলায় কারাগারে সাজা পেতে হচ্ছে। আমি আমার পরিবার ও দেশবাসীকে সুস্পষ্ট করে বলতে চাই-আমি স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, বিনা প্ররোচনায় ধর্মান্তরিত হয়েছি এবং মেহেদী হাসান শুভকে বিয়ে করেছি। এখানে অপহরণ করার তো প্রশ্নই আসে না। তিনি বলেন, আমার স্বামীর বিরুদ্ধে করা মামলাটি সম্পূর্ণভাবে মিথ্যা ও সাজানো। আমি আদালতের কাছে আমার স্বামীর জামিন মঞ্জুর এবং মামলাটি মিথ্যা বিবেচনায় খারিজ করে মুক্তির দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগী রাফা নূরের শশুর আজহারুল ইসলাম, শাশুড়ী নার্গিস বেগম, ননদ তন্দ্রা খাতুন প্রমুখ।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *