ছাত্রদল নেতার হয়রানী থেকে রেহাই পেতে সাতক্ষীরায় মানববন্ধন

শ্যামনগর প্রতিনিধি: ছাত্রদল নেতা আব্দুল্লাহ কাইয়ুম আবুসহ সাবেক সচিব সাইদুর রহমানের রোশানল থেকে রেহাই পেতে ভুমি মালিকরা মানববন্ধন করেছে। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে সুন্দরবন তীরবর্তী হরিনগরের শাওন ফিস মৎস্য প্রকল্পের সামনের সড়কে ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে তিন শতাধিক ভুমি মালিকসহ স্থানীয় গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

হরিনগর গ্রামের শীবপদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ভুমি মালিকরা অভিযোগ করেন বিএনপিপন্থী সচিব পরিচয়দানকারী সাইদুরকে জমি ইজারা না দেয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাইদুর ও তার লাঠিয়াল বাহিনীর প্রধান শ্যামনগর উপজেলা ছাত্রদল আহবায়ক আব্দুল্লাহ কাইয়ুম আবু ২৮৬ জন ভুমি মালিকের বিরুদ্ধে একে একে তিনটি মামলা দিয়েছে। চাঁদাবাজিসহ লুটতরাজের মত অভিযোগে একের পর এক মামলায় জড়িয়ে তাদের হয়রানী করছে। সকাল-সন্ধ্যা ৩০/৩৫টি মটর সাইকেলযোগে ৭০/৮০ জনেরও বেশী উঠতি বয়সী তরুন ও যুবক লাঠিশোটা নিয়ে শাওন ফিসের সামনে যেয়ে মহড়া দিচ্ছে।

মানববন্ধনে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়া ৭০ বছরের বৃদ্ধ হরিনগরের আব্দুল হামিদ জানান জমি না থাকার পরেও মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়েছে। গ্রামের সবাইকে আসামী করতে যেয়ে তাকে বাদ দেয়া হয়নি- দাবি করে ঐ বৃদ্ধ জানান অতি দরিদ্র হওয়ায় মানুষের থেকে ভিক্ষা করে তিনি জামিনের খরচ যুগিয়েছেন।

ভুমি মালিক আব্দুল জলিল জানান উক্ত মৌজায় তার ১৫ বিঘা জমে রয়েছে। সাইদুরের পরিবর্তে শাওন ফিস এর মালিক সালাউদ্দিনকে সেই জমি ইজারা দেয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে আসামী করা হয়েছে। ইতিমধ্যে তিনটি মামলায় জড়ানোর পাশাপাশি মারধর, ঘের লুটসহ আরও হয়রানীমুলক মামলায় জড়ানোর হুমকি দেয়া হচ্ছে বলেও এসব ভুমি মালিকগন অভিযোগ করেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, বকুল সরদার, অনিশ মল্লিক, সিদ্দিক মোড়ল, জয়নাল আবেদিন, নুরুল হক, আব্দুল জলিল, আলম কাগুচী, সুভাস মন্ডল, আজগর গাজী, আলম মোল্যা, মিয়ারাজ হোসেনসহ অর্ধ্বশত ভুমি মালিক। তারা ছাত্রদল নেতা আবুর মদদে হয়রানীমুলক মামলা থেকে রেহাই পাওয়ার পাশাপাশি নিরাপদে এলাকায় বসবাসে সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধন শেষে হয়রানীর শিকার ভুমি মালিকরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *