আপ বাংলাদেশ’  সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন আহবায়ক আক্তারুল ইসলাম , সদস্য সচিব আবিদ হাসান

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : জুলাই বিপ্লবের নতুন রাজনৈতিক প্লাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ(‘আপ বাংলাদেশে’)  সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন  দিয়েছে কেন্দ্রীয় কমিটি। সোমবার ( ২৮ জুলাই ) আপ বাংলাদেশ এর  কেন্দ্রীয় কমিটির আহবায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ এর  স্বাক্ষরিত এক পত্রে  আহবায়ক ও সদস্য সচিবসহ ৫৯ সদস্য বিশিষ্ট  জেলা কমিটি অনুমোদন দেয়। কমিটিতে  আক্তারুল ইসলাম আক্তারকে আহবায়ক ও
আবিদ হাসানকে সদস্য সচিব,  যুগ্ম আহ্বায়ক মো: অলিউর রহমান, মো: ইমরুল ইসলাম, ইদ্রিস আলী,ঝুমা মারিয়াম, কাজী হাফিজা,   যুগ্ম সদস্য সচিব হিসাবে আইয়ুব হুসাইন,হাবিবুর রহমান,নাঈম হোসেন,নাহিদ হোসেন,তামিম হোসেন ও কাজী লায়লা আলী।
জেলা কমিটির  সদস্য হিসেবে রয়েছেন  ইব্রাহিম তাকি,মোয়াজ্জেম হোসেন হৃদয়, মুনিয়া আক্তার ইচ্ছা,সালাম খান, নাঈম হোসেন, মোঃ মুস্তাকিম, মোঃ শাহিন, মোঃ মনিরুল ইসলাম, মাসুম বিল্লাহ, সোহাগ হোসেন, মাসুদ হোসেন,মোঃ সাকিব হোসেন,সিফাত হোসেন,রিফাত হোসেন, সাকিব হোসেন, মোঃ জুবায়ের হোসেন
,রিপা সানজিদা তাকি,তাইবা তাবাসসুম
,মোস্তাফিজুর রহমান, মোঃ মাহদী আলভী খান,কাদেরী কিবরিয়া ,মোঃ নাহিদ হোসেন,সোহাগ শাহরিয়ার, ইলিয়াছ হোসেন, এস. এম. মিছবাহুল মুনাওয়ার,মাছুদুর রহমান,ওসমান গনী, মুজাহিদ হোসেন, মোঃ তামিম হোসেন, আক্তারুজ্জামান,খন্দকার সোহান উদ্দিন সায়েম,আসাদ হোসেন,মুজাহিদ আহম্মেদ,নাজমুস সাকিব,মোঃ অনিকুজ্জামান তহা,মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ মহিন হোসাইন,মোঃ তরিকুল ইসলাম তোহা,এস এম মুস্তাকিম বিল্লাহ,মুহা. সোহেল মাসুদ,মহিদ হাসান আলিফ,জুবায়ের হোসেন, প্রসেনজিৎ কুমার, হাফেজ গোলাম হোসেন, নাঈম হোসেন,কাজী ইমন হাসানসহ মোট ৫৯ বিশিষ্ট কমিটির নাম অনুমোদন দেওয়া হয়।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *