খান নাজমুল হক পাবলিক লাইব্রেরী পরিদর্শন করলেন তালা’র ইউএনও

খান নাজমুল হক পাবলিক লাইব্রেরী পরিদর্শন করলেন তালা উপজেলার ইউএনও দিপা রানী সরকার। মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় তিনি লাইব্রেরীটি পরিদর্শন করেন।

১৯৮৮ সাল থেকে শিক্ষা বিস্তারে অবদান রেখে আসছে, তালা উপজেলার ইসলামকাটী গ্রামের খান নাজমুল পাবলিক লাইব্রেরীটি। বই পাঠ প্রতিযোগিতা , গরিব ও মেধাবী ছাত্রদের শিক্ষা উপকরণ বিতরণ , মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান সহ বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে এই লাইব্রেরীটি উপজেলার সেরা লাইব্রেরী হিসেবে বিবেচিত হয়েছে । সংস্কৃতি মন্ত্রণালয় ঘোষিত, সাতক্ষীরা জেলার সেরা লাইব্রেরী হিসাবে বিবেচিত ৫ টি লাইব্রেরীর মধ্যে অন্যতম, তালা উপজেলার খান নাজমূল পাবলিক লাইব্রেরী।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ সরকার, লাইব্রেরী সভাপতি মাস্টার আব্দুল মান্নান, কপিলমুনি কলেজের অধ্যাপক ইয়াসিন আলী সরদার, বড়বিলা মাদ্রাসার সুপার মাওঃ আইয়ুব আলী মোড়ল, আল জুবায়ের ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হক খান, ডাঃ একরামুল হক খান, হায়দার আলী খান, নুছরাত জাহান প্রমুখ।

পরিদর্শন কালে নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার মাধ্যমে সমাজ ও জাতির পরিবর্তন করতে হবে। তিনি উপস্থিত সকলকে লাইব্রেরীর মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *