সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের আন্তঃ বিভাগ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৫ উদ্বোধন

মাসুদ রানা, সাতক্ষীরা: সুস্থ দেহ,সুস্থ মন।দ্বীন কায়েমের আন্দোলন ” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সাতক্ষীরা সরকারি কলেজ থানা শাখার আয়োজনে ৮ দলীয় আন্তঃবিভাগ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১ আগস্ট) সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজ মাঠে সকাল ৯ টায় ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা সরকারি কলেজ সেক্রেটারি মোঃ মাসুদুজ্জামানের সঞ্চালনায় এবং কলেজ সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি, মুহা. আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সেক্রেটারি মেহেদী হাসান।

প্রধান অতিথি মুহা আল মামুন বলেন, শরীর ও মনকে সুস্থ রাখতে হলে শারীরিক ব্যায়াম অর্থাৎ খেলাধুলা অত্যন্ত প্রয়োজন।এই খেলাধুলার মাধ্যমে পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব ও ভালোবাসা বৃদ্ধি পায়।

তিনি এই খেলাধুলার মাধ্যমকে দ্বীন কায়েমের আন্দোলন হিসেবে নিয়েই সুন্দরভাবে দুই দলকে খেলা করার পাশাপাশি তিনি তরুণ ছাত্র সমাজকে আগামীতে সুন্দর ,ন্যায় ও ইনসাফভিত্তিক এবং বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে দেশের নেতৃত্ব দেওয়ার আহবান জানান।

নির্ধারিত ৪০ মিনিটের খেলায় প্রাণিবিদ্যা বিভাগ (১-০) গোলের ব্যবধানে গনিত বিভাগকে পরাজিত করে উদ্বোধনী ম্যাচে বিজয়ী হয়।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *