৫ আগস্ট বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে জামায়াতের গণমিছিল

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে গণমিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা । মিছিলের নেতৃর্ত্ব দিবেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দীস আব্দুল খালেক।
রবিবার (৩ আগস্ট) দলটির জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মাওলানা আজিজুর রহমান বলেন, ২০২৪ জুলাইয়ের ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ আগস্ট দেশব্যাপী শান্তিপূর্ণ গণমিছিলের অংশ হিসেবে জেলার সবকটি উপজেলাতে শান্তিপূর্ণ মিছিল সফল করতে সকল নেতাকর্মীসহ সাতক্ষীরা বাসীকে আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, এ মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি জেলার সব নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গণমিছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি। মিছিলের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীদের আন্তরিক সহযোগীতা কামনা করছি।
মাওলানা আজিজুর রহমান
জেলা সেক্রেটারী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
সাতক্ষীরা জেলা শাখা।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *