সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে দেখা যায়, রোজিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি রং বহনকারী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসের যাত্রী ও কাভার্ড ভ্যানচালকসহ অন্তত ১৫ জন আহত হন।
পাটকেলঘাটা থানার ওসি শাহিনুর রহমান জানান, বাসটির একটি চাকা হঠাৎ পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্রাইম বার্তা