শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি:
৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবসে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করা হয়েছে। মঙ্গলবার(৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামের পারিবারিক কবরস্থানে এই কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারীর নেতৃত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আসিফের পিতা মাহমুদ আলম, আসিফের জমজ ভাই রাকিব হাসান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, কার্যনির্বাহী কমিটির সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এস,কে কামরুল হাসান, কমিটির সদস্য আব্দুল গফুর সরদার, আক্তারুজ্জামান বাচ্চু, আমিরুজ্জামান বাবু, সদস্য আব্দুল আলিম, শাহ জাহান আলী মিটন প্রমূখ।
কবর জিয়ারতের সময় জুলাই আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
এছাড়া, শহীদ আসিফের পিতার হাতে প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার সামগ্রী দেওয়া হয়।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ১৮ জুলাই ২০২৪ ঢাকার উত্তরায় গুলিতে নিহত হন আসিফ হাসান। ২০০৩ সালের ৫ আগষ্ট দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামে আসিফ হাসান ও রাকিব হাসান (জমজ) জন্ম গ্রহণ করেন।
আসিফ নর্দান ইউনিভার্সিটি ঢাকাতে পড়াশোনা করতেন। তিনি অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন।
ক্রাইম বার্তা