সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিজয় র‍্যালি

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি:
ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৬ আগস্ট) বিকালে সাতক্ষীরা শহরের ইটাগাছায় বিক্ষোভ সমাবেশ শেষে এক বিজয় র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। র‍্যালি পূর্ববর্তী সমাবেশে জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান, অ্যাডভোকেট নুরুল ইসলাম প্রমুখ। এসময় জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা বিএনপি, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *