দেবহাটা (সাতক্ষীরা) সংবাদদাতা :
দেবহাটার নবাগত ইউএনও কে এম আবু নওশাদকে ফুলেল শুভেচ্ছা ও বই প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবহাটা উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা ও বই প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দেবহাটা উত্তর শাখার সভাপতি মো. রোকনুজ্জামান রোকন, সেক্রেটারী সাফায়েত হোসেন, অফিস সম্পাদক আল মাহমুদ, সাহিত্য সম্পাদক রুহুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক মুয়াজ ইসলাম, সখিপুর দক্ষিণ সভাপতি ইমরান হোসেন, এইচআরডি সম্পাদক মেহেদী হাসান, দক্ষিণ শাখার সভাপতি মো. আশিকুজ্জামান আশিক, সেক্রেটারী আবু সাঈদ, কলেজ সম্পাদক শাকিল আহমেদ, প্রকাশনা সম্পাদক সালমান হোসেন, সহকারী অফিস সম্পাদক নাইমুর রহমান, নওয়াপাড়া ইউনিয়ন সভাপতি আহাদুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্র শিবিরের দায়িত্বশীলরা।
ক্রাইম বার্তা