ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার ব্যতিক্রমধর্মী আলোকচিত্র প্রদর্শনী ও

মাসুদ রানা: ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার ব্যতিক্রমধর্মী আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় সাতক্ষীরা জেলার মোসলেমা আদর্শ কিন্ডারগার্টেন একাডেমিতে এই আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা শহর শাখার ফুলকুঁড়ি আসরের শিক্ষা ও সাহিত্য সম্পাদক ইব্রাহিম খলিল এবং প্রচার-প্রকাশনা সম্পাদক মাহাবিন আনোয়ার এর ব্যবস্থাপনায় এবং ধীমান ফুলকুঁড়ি সালমান রাফিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর শাখার পরিচালক, আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার সহকারী পরিচালক ফুয়াদ আব্দুল্লাহ। আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবং অতিথিরা এ আয়োজন সাতক্ষীরা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বলে জানান।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *