ব্যাংকক জয় করলো সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা

প্রথম অংশগ্রহণেই আন্তর্জাতিক মঞ্চে চ্যাম্পিয়ন সাবিনার ওয়ারিয়ররা

নাজমুল শাহাদাৎ জাকির: প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে অংশ নিয়েই চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে এনেছে সাবিনা খাতুনের ওয়ারিয়র স্পোর্টস একাডেমি। রোববার (১০ আগস্ট) ব্যাংককের এক্কামাই ইন্টারন্যাশনাল স্কুল মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৪ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সে অপরাজিত থেকে শিরোপা জয় করে সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা।
প্রথম ম্যাচে ৩-০ গোলে হারায় স্বাগতিক ব্যাংকক সকার একাডেমিকে। গোল করেন সিয়াম ইসলাম (২) ও সালাহউদ্দিন রনি (১)। দ্বিতীয় ম্যাচে ফিলিপাইন ফুটবল একাডেমিকে ২-১ গোলে হারায় ওয়ারিয়ররা। এ ম্যাচে নুর হোসেন ও সিয়াম ইসলাম একটি করে গোল করেন।
ফাইনালে আবারও মুখোমুখি হয় ব্যাংকক সকার একাডেমির সঙ্গে। সেখানে সিয়াম ইসলাম, নুর হোসেন ও মুকিদুরজ্জামানের এক এক গোলের সৌজন্যে ৩-০ ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় ওয়ারিয়ররা।
চ্যাম্পিয়ন দলকে মেডেল, সার্টিফিকেট এবং ট্রফি প্রদান করা হয়।
বর্তমানে ভুটানের নারী ফুটবল লিগে পারো এফসির হয়ে খেলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও একাডেমির প্রতিষ্ঠাতা সাবিনা খাতুন। সেখান থেকে তিনি পত্রদূতের সাথে কথা বলেন। সাবিনা বলেন, ‘আমার ছোটবেলার স্বপ্ন ছিল-আমাদের গ্রামের ছেলেমেয়েরা যেন বিদেশের মাঠে দাঁড়িয়ে লাল–সবুজের পতাকা উড়াতে পারে। আজ ওয়ারিয়রদের হাতে ট্রফি দেখে মনে হচ্ছে, সেই স্বপ্ন সত্যি হয়েছে। এই জয় শুধু গোলের হিসেবে নয়, এটি তাদের সাহস, ঘাম আর বিশ্বাসের জয়। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ বাংলা ট্র্যাক সল্যুশন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং রয়্যাল ওরাঞ্জের প্রতি—তারা শুধু অর্থায়ন করেনি, তারা আমাদের স্বপ্নে হাত ধরেছে। এই সাফল্যে তারা সমান অংশীদার। আমরা একসাথে প্রমাণ করলাম, সুযোগ পেলে বাংলাদেশের শিশুরা বিশ্ব মঞ্চেও আলো ছড়াতে পারে।’
২০২১ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করা ওয়ারিয়র স্পোর্টস একাডেমি বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওয়ান স্টার মর্যাদা পেয়েছে। বয়সভিত্তিক প্রশিক্ষণ, স্থানীয় প্রতিযোগিতা ও প্রতিভা বাছাইয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা এই দলের কোচ পিন্টু কুমার মিত্র, সহকারী কোচ সিরাজ উদ্দিন, ট্রেইনার ফেরদৌস খোকন, ম্যানেজার মেহেদী হাসান ও টিম লিডার তৌসিফ ইসলাম—সফরের প্রস্তুতিতে দীর্ঘদিন কাজ করেছেন।
দলে ছিলেন-আলিফ জামান, সোহাগ হোসেন, সিয়াম ইসলাম, মারুফ বিল্লাহ, আজিজুর রহমান ভূঁইয়া, মুকিদুরজ্জামান, প্রিয়ম বিশ্বাস, রিফাত পারভেজ, নুর হোসেন ও সালাহউদ্দিন রনি।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *