শ্যামনগরে যুবলীগ নেতা গামছা মোস্তফাকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবলীগের নেতা মোস্তফা মোরল ওরফে ‘গামছা মোস্তফা’কে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।

রোববার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরিনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ওই রাতে হঠাৎ করে বাজারের একটি চায়ের দোকানে আসে মোস্তফা। তাকে দেখেই উত্তেজিত জনতা ছুটে আসে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন মোস্তফাকে ঘিরে ধরে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাত ৯টার দিকে স্থানীয় জনতা মোস্তফাকে আটক করে আমাদের খবর দেয়। এরপর হরিনগর বাজার থেকে তাকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।”

স্থানীয় বাসিন্দা মাসিদুর রহমান বাবু, মোস্তাফিজুর রহমান ও আবু রায়হানসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, মোস্তফা মোড়ল এক সময় মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তৎকালীন সরকারদলীয় পরিচয়ে তিনি বিএনপি-জামায়াত নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর ব্যাপক নির্যাতন চালান।

এছাড়া হরিনগর বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, হয়রানি এবং মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসীম মৃধার লাঠিয়াল বাহিনীর প্রধান হিসেবেও তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে দাবি করেছেন এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *