সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলীর(৬৪) দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (১১ আগস্ট) আসরের পরে সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর তার নিজ বাড়ির ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আওয়ামী লীগ নেতা শাহাজান আলীর জানাজা নামাজে উপস্থিত ছিলেন সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান খোকন, ফিংড়ী ইউপির সাবেক চেয়ারম্যান সামসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম খোকন, সাবেক পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, মৃত্যুতে ভাই হায়দার আলী, জাহাঙ্গীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে রোববার (১০ আগস্ট) দিবাগত রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে খেছেন।
ক্রাইম বার্তা