মোঃ হারুন উর রশীদ কালিগঞ্জ, সাতক্ষীরা।।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আন্তঃ ইউনিয়ন ১২ দলীয় ফুটবল টুর্নামেন্ট
১ম ও ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় সাদপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।
এই ১২ দলীয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামে’র সভাপতিত্বে ও সেক্রেটারী ইউপি সদস্য জামাল ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক মাওলানা
আব্দুল ওহাব সিদ্দিকী।বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাস্টার আক্তাবউদ্দিন, মাওলানা আজিজুর রহমান জিহাদী, নলতা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আকবর হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন জামায়াতের আমির আবুল ফারা সিদ্দিকী সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দরা। এই ১২ দলীয় ফুটবল টুর্নামেন্ট ১ম সেমিফাইনাল খেলায় ৩-২ গোলের ব্যবধানে তারালী ইউনিয়নের পরাজয়ের মাধ্যমে নলতা ইউনিয়ন জয় লাভ করেন এবং ২ সেমিফাইনাল খেলায় ১-০ গোলের ব্যবধানে বিষনপুর ইউনিয়নের পরাজয়ের মাধ্যমে মথুরেশপুর ইউনিয়ন জয় লাভ করেন।
ক্রাইম বার্তা