লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান আব্দুল আলিম

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা সদর উপজেলার ১৩নং লাবসা ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হওয়ায় তাদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির টানা ১৯ বছরের সভাপতি এবং লাবসা ইউনিয়নের টানা ৭বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলীম।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, “আমার ইউনিয়নে যারা নির্বাচিত হয়েছেন এবং যারা অপরাজিত হয়েছেনÑ সকলেই আমার মনের মানুষ, অন্তরের মানুষ, লাবসা ইউনিয়নের মানুষ। আজকের এই বিজয় শেষ নয়, আমাদের মূল বিজয় হবে আগামী জাতীয় নির্বাচনে সাতক্ষীরা সদর-২ আসনসহ জেলার ৪টি আসন থেকে ধানের শীষের প্রতীক বিজয়ী করা। এই বিজয় হবে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দেওয়ার মাধ্যমে। ঠিক যেমনভাবে আজ লাবসা ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির বিজয় অর্জন করে আপনারা আমাকে উপহার দিয়েছেন, তেমনই আমরা ধানের শীষের বিজয় উপহার দিতে চাই তারেক রহমানকে। আমি ধানের শীষের প্রত্যাশী হয়ে একটি কথা বলতে চাইÑ আগামী দিনে যিনি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবেন, আমরা সকলে তার হয়ে কাজ করবÑইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, “লাবসা ইউনিয়নের মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে ছিল এবং থাকবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে নাÑইনশাআল্লাহ।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *