সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মদসহ সাড়ে সাত লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

সাতক্ষীরা সংবাদদাতাঃ
সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদসহ প্রায় সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৫ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, মাদরা, কালিয়ানী, চান্দুরিয়া, ঘোনা, কাকডাঙ্গা, পদ্মশাখরা, সুলতানপুর এবং ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির টহল দল কলারোয়া থানাধীন গেড়াখালী মাঠ থেকে ৪০ বোতল ভারতীয় মদ আটক করে। এছাড়া বিভিন্ন বিওপির অভিযান থেকে ৭ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও শাড়ি জব্দ করা হয়।

৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, দেশের রাজস্ব ফাঁকি রোধ, স্থানীয় শিল্প বিকাশ এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা সচেষ্ট। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, এসব পণ্য চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এনেছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। জব্দ করা পণ্য সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাধ্যমে মদ ও অন্যান্য মাদকদ্রব্য পরবর্তীতে ধ্বংস করা হবে।

আবু সাইদ বিশ^াস
সাতক্ষীরা
১৫/৮/২৫

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *