সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুরে শহরের লেকভিউ কনভেনশন সেন্টারের যমুনা হলে তাহমিদ শাহেদ চয়ন এঁর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন

সাতক্ষীরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. আব্দুস সবুর,  উদ্ধতন সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী), সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, শেখ মাসুম বিল্লাহ শাহীন, রনজু প্রমুখ।
মতবিনিময় সভায় বার্ষিক সাধারণ সভা আহ্বান করার বিষয়ে আলোচনা, সংগঠনের ফান্ড বিষয় প্রসঙ্গে, দ্রুত একটি নির্বাচন প্রসঙ্গ, সমিতির ৩৩ মাসের হিসাব দাখিল করা প্রসঙ্গ, নতুন করে সমিতির পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন মালিক সমিতির সদস্য আব্দুল আজিজ বাবু, কিরন, গফুর সরদার, শেখ আজাদ আলী, মোঃ নুরুজ্জামান, শেখ মনিরুজ্জামান, আখতারুজ্জামান, শাহাজান আলী প্রমুখ। আগস্ট ৩০ তারিখের মধ্যে সকল ট্রাক মালিকগণ কোন ফিস ছাড়াই ফরম ফিলাপ করে সদস্য পদ নিতে পারবে। অন্যথায় সেপ্টেম্বর ১ তারিখের পরে যারা সদস্য হবে তাদেরকে ফ্রি দিয়ে সদস্য হতে হবে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ট্রাক মালিক সমিতির সদস্য ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।
এ সময় জেলা ট্রাক মালিক সমিতির সদস্য ও বিভিন্ন ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *