সংবাদদাতা: সাতক্ষীরায় অংশীজনদের সাথে জলবায়ু অভিযোজন কর্মপন্থা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ’আনন্দ’ এর আয়োজনে প্রশিক্ষণে নিরাপদ পানি, স্যানিটেশন, কৃষি ও বর্জ্য অপসারণ, কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার (২৬ আগষ্ট ২০২৫) সকালে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আমাদের প্রয়োজন দীর্ঘমেয়াদি অভিযোজন পরিকল্পনা ও পরিবেশবান্ধব জীবিকার বাস্তবায়ন।
আনন্দ সংস্থার এর প্রজেক্ট ম্যানেজার মোঃ আমিরুল ইসলাম এর সঞ্চালন বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম. আজিজুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা তুজ জোহরা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মশিউর রহমান, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন প্রমুখ।
ক্রাইম বার্তা