নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি, বিদেশে চিকিৎসার ‘আশ্বাস’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার বেলা ১০টায় রাষ্ট্রপতি সরাসরি নুরের নম্বরে ফোন করেন। বিষয়টি নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি বলেন, ফোনে তাদের সভাপতির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি। এ সময় তিনি আশ্বস্ত করেছেন, উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে নুরকে বিদেশে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। রাষ্ট্রপতি নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং এ জঘন্য হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মে আশ্বস্ত করেছেন। তিনি দ্রুত নুরের আরোগ্য কামনা করেছেন।

গত শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে গণঅধিকারের নেতাকর্মীরা বক্সকালভার্ট সড়কে তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে নুর গণমাধ্যমের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা নুর ও তার সহকর্মীদের লাঠিপেটা শুরু করে। এতে নুরসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

তাদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকারও।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *