শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে নদী ভাঙন আতঙ্কে এলাকাবাসী, বস্তা ডাম্পিং কাজ শুরু

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের, ১৭বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প সংলগ্ন খোলপাটুয়া নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে টানা জোয়ার-ভাটার চাপে নদীর পাড় ভেঙে পড়তে থাকায় আশপাশের গ্রামগুলো প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছে। হঠাৎ করেই ভাঙন তীব্র আকার ধারণ করায় নদীর তীরবর্তী পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে নদীর এই অংশটি ঝুঁকিপূর্ণ ছিল। প্রতিদিন ভাঙনে অংশ ধসে পড়ছে। এতে শুধু বসত বাড়িই নয়, বিস্তীর্ণ কৃষিজমি ও ঘের হুমকির মুখে পড়েছে। নীল ডুমুর উত্তরপাড়া এলাকার মৃত্যু বাক্কার মোড়লের ছেলে মাসুদ মোড়ল বলেন, আগে থেকেই স্থায়ী সমাধানের উদ্যোগ না নেওয়ায় আজ তাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে ভাঙনের খবর পাওয়ার পর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দ্রুত পদক্ষেপ নেয়। ইতোমধ্যে জরুরি ভিত্তিতে বাজেট অনুমোদন হয়েছে এবং ভাঙনরোধে বস্তা ডাম্পিং কাজ শুরু করেছে ২ সেপ্টেম্বর বিকাল থেকে। সংশ্লিষ্টরা জানান, অস্থায়ীভাবে ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও-ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, কেবল বস্তা ফেলার মাধ্যমে সাময়িক সমাধান হলেও স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া এই দুর্যোগ থেকে মুক্তি মিলবে না। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ফরিদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন মঙ্গলবার বিকাল থেকে বালিভর্তি জিও বস্থা ডাম্পিং করা হচ্ছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *