সাতক্ষীরায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানা শুরু

‘ট্রাফিক আইন ২০১৮’ অনুযায়ী সাতক্ষীরায় ট্রাফিক আইন ভঙ্গের জন্য বিভিন্ন অপরাধে তাৎক্ষণিক জরিমানা আদায় শুরু করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের খুলনার রোড মোড়ে অভিযান পরিচালনা করে সাতক্ষীরায় ট্রাফিক বিভাগ।

জানা গেছে, এখন থেকে ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে মামলা হলে চালক কিংবা গাড়ি মালিকের মোবাইলে সাথে সাথে বার্তা পৌঁছে যাবে। জরিমানা পরিশোধ করা যাবে নগদ টাকা, বিকাশ বা পস মেশিনের মাধ্যমে।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো তিন হাজার টাকা। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো পাঁচ হাজার। রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চালানো ১০ হাজার।

ফিটনেসবিহীন গাড়ি চালানো পাঁচ হাজার টাকা। ট্রাফিক সংকেত অমান্য করা পাঁচ হাজার। মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো পাঁচ হাজার। অতিরিক্ত যাত্রী বা মাল বহন ১০ হাজার। প্রতিযোগিতামূলকভাবে বেপরোয়া গাড়ি চালানো দশ হাজার টাকা। সিটবেল্ট ব্যবহার না করা পাঁচ হাজার টাকা। অশোভন ও অনিরাপদ পার্কিং তিন টাকা।

এছাড়াও আরও বহু অপরাধের জন্য তিন হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *