রাসূল (সাঃ) এর আদর্শে উজ্জীবিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সাতক্ষীরা শিবিরের র্যালি

সাতক্ষীরা জেলা সংবাদদাতা
ছাত্র—জনতার জুলাই গণঅভ্যুত্থান পরবতীর্ রাষ্ট্র ব্যবস্থাকে রাসূল (সাঃ) এর আদর্শে উজ্জীবিত করে গড়ে তোলার লক্ষ্যে ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি খুলনা রোড মোড় হয়ে নিউমার্কেটে পথসভার মাধ্যমে শেষ হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে চারটায় অনুষ্ঠিত র্যালির নের্তৃত্ব দেন শহর শিবিরের সভাপতি আল মামুন ও সাবেক সভাপতি এড. আবু তালেব।
এক সংক্ষিপ্ত সভায় শিবির নেতারা বলেন, নবী (সাঃ) আমাদের আদর্শ। তিনি বিশ^ মহামানব মানবতার মহান শিক্ষক। কুরআনের উদ্বৃতি দিয়ে বক্তরা বলেন “নিশ্চয়ই রাসূল (সাঃ) এর জীবনেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ” কোরআনের এই আয়াতকে সামনে রেখে ছাত্র ও তরুণ সমাজকে রাসূল (সাঃ) এর আদর্শে উজ্জীবিত করে গড়ে তোলার লক্ষ্যে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। তাই পবিত্র মাহে রবিউল আউয়ালকে সামনে রেখে ছাত্র শিবির নিম্নোক্ত কর্মসূচী সমূহ বাস্তবায়ন করে যাচ্ছে।
কর্মসূচীর মধ্যেঃ ১. সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি। ২. সিরাতুন্নবী (সাঃ) মাহফিল। ৩. কালেমার স্টীকার বিতরণ। ৪. নাতে রাসূল (সাঃ) সন্ধ্যা। ৫. সিরাতুন্নবী (সাঃ) এর উপর কুইজ ও রচনা প্রতিযোগিতা। ৬. ক্বিরাত প্রতিযোগিতা। ৭. হামদ ও নাতে রাসূল (সাঃ) প্রতিযোগিতা। ৮. সিরাতুন্নবী (সাঃ) এর উপর সিম্পোজিয়াম ও সেমিনার। ৯. সীরাত বুকলেট বিতরণ ও দেয়ালিকা প্রকাশ। ১০. সীরাত পাঠ প্রতিযোগিতা। ১১. ভ্রাম্যমান নাতে রাসূল (সাঃ) পরিবেশনা।

আবু সাইদ বিশ^াস
সাতক্ষীরা
৬/৯/২৫

 

 

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *