ডাকসু ও হল সংসদে বিজয়ীদের সাবেক ভিপি নুরের শুভেচ্ছা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বুধবার বিকেলে ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক ডাকসু ও হল সংসদের নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি আরো লেখেন, একইসাথে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে, যারা অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সাথে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে একটি অত্যন্ত প্রাণবন্ত, অংশগ্রহণমূলক সফল নির্বাচন সম্পন্ন করেছেন।

নুর লেখেন, আশা করি- নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ক্যাম্পাসের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে নিয়ে ছাত্ররাজনীতিতে একটি নবদিগন্তের সূচনা করবেন। যেখানে ছাত্ররাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো থাবা মুক্ত এবং শিক্ষার্থী তথা জাতির কল্যাণে। ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের লেখাপড়া-গবেষণা, গান-কবিতা, আড্ডা-বন্ধুত্ব, সাহিত্য-সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি।

তিনি আরো লেখেন, পরিশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো ডাকসু ও হল সংসদ নির্বাচনকে অন্যান্য একাডেমিক কার্যক্রমের মতোই একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করার উদ্যোগ গ্রহণ করুন যেন প্রতি বছর যথাসময়ে নির্বাচন হয়।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *