কালিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ৩

সাতক্ষীরার কালিগঞ্জে চার বছরের এক কন্যা শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পিরোজপুর বস্তি এলাকায় ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে শুক্রবার সকালে তিন কিশোরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তার তিন কিশোরেরা হল- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পিরোজপুর বস্তির আবু সাঈদের ছেলে শফিকুল ইসলাম (১৬), একই এলাকার জেসমিনের ছেলে নাঈম (১৬) ও সিয়াম (১২)।

ভুক্তভোগী শিশুটির মা জানান, বৃহস্পতিবার বিকালে তার মেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। এ সময় প্রতিবেশী তিন কিশোর খেলার কথা বলে তাকে একটি ঘরে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। আকস্মিক পাশের বাড়িতে গেলে তিনি মেয়ের কান্নার শব্দ শুনতে পান। এসময় এগিয়ে গিয়ে ঘরের ভেতরে ঢুকতেই ঘরের পেছনের দরজা দিয়ে ওই তিন কিশোর পালিয়ে যায়। তাৎক্ষণিক তিনি মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ থানায় নিয়ে যায়। সেখান থেকে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী শিশুটির মা অভিযোগ করে বলেন, আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। যারা তার অবুঝ ছোট্ট শিশুকে নিষ্ঠুরভাবে ক্ষতি করেছে, তাদের হয়ে উপজেলার প্রভাবশালীরা ভয় ভীতি দেখাচ্ছে, কথা বলতে নিষেধ করছে ও বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলছে। তিনি এ ব্যাপারে ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র সেবক আবদুল ওয়াজেদ বলেন, ধর্ষণের (যৌন নিপীড়নের) ঘটনা নিয়ে শিশুটিকে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তক্ষরণ হচ্ছে। শিশুটি অনেক অসুস্থ।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *