শহীদ আসিফ পরিবারের সাথে সাক্ষাৎ করলো ছাত্র নেতৃবৃন্দ

সংবাদদাতা: ডাকসুতে বিজয়ীদের পক্ষ থেকে জুলাই আন্দোলনের সাতক্ষীরার প্রথম শহীদ আসিফ হাসানসহ সকল শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন নেতৃবৃন্দ। শনিবার (১৩ সেপ্টেম্বর) দেবহাটা উপজেলার আস্কারপুরস্থ শহীদ আসিফ হাসানের বাড়িতে আসেন নেতৃবৃন্দ। শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও উপহার সামগ্রী প্রদান করেন নেতৃবৃন্দ। এরপর তারা শহীদ আসিফ হাসানের কবর জিয়ারতে অংশ নেন। পরে জেলার আশাশুনিসহ বিভিন্ন এলাকার শহীদদের পরিবারের খোঁজ খবর নিতে ছুটে যান নেতৃবৃন্দ। এসময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ভিপি আহসান হাবীব ইমরোজ, ঢাকা কলেজের সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি রেজায়ান হুসাইন, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ছাত্র নেতা সাইফুল ইসলাম রনি, মাসুম বিল্লাহ, সাতক্ষীরা রেলপথ আন্দোলন ও বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহাব জামিল প্রমুখ।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *