শ্যামনগরে ধানের শীষে আলোচনায় অ্যাডভোকেট অসীম কুমার মন্ডল


ডেস্ক রিপোর্ট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আসছেন বিজ্ঞ আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যতম নেতা, সাতক্ষীরা আদালতের জিপি অ্যাডভোকেট অসীম কুমার মন্ডল। ইতোমধ্যে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তার নাম নতুন উদ্দীপনা ও আশার আলো ছড়িয়েছে।

অ্যাডভোকেট অসীম কুমার মন্ডল দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও আদালতের মঞ্চেই নয়, সামাজিক ও মানবিক ক্ষেত্রেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে তার ভূমিকা স্মরণীয় হয়ে আছে স্থানীয় নেতাকর্মীদের কাছে। রাজপথে সাহসিকতার সঙ্গে আন্দোলনে অংশ নিয়ে তিনি বারবার হয়েছেন নির্যাতিত।

শুধু আন্দোলন নয়, করোনাকালীন দুর্যোগে যখন পুরো শ্যামনগর জনপদ দিশেহারা, তখন তিনি নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে অসহায় মানুষের পাশে দাঁড়ান। খাদ্যসামগ্রী, চিকিৎসা সহায়তা থেকে শুরু করে নানা রকম মানবিক উদ্যোগ নিয়ে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। ফলে রাজনৈতিক কর্মী ছাড়াও সাধারণ ভোটারদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা বেড়েছে বহুগুণ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, শ্যামনগরের সাধারণ মানুষ একজন শিক্ষিত, অভিজ্ঞ ও মানবিক নেতাকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায়। সেই জায়গায় অসীম কুমার মন্ডল যথেষ্ট যোগ্য। তিনি পেশায় একজন আইনজীবী হওয়ায় আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন তারা।

বিএনপির তৃণমূল নেতাকর্মীরাও তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার জোর দাবি তুলেছেন। তাদের ভাষায়, “শ্যামনগরের মানুষ অসীম কুমার মন্ডলকে ভালোবাসে, কারণ তিনি সব সময় জনগণের পাশে থেকেছেন। আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে দুর্যোগে তিনি ছিলেন অগ্রণী। তাই তাকে প্রার্থী করলে বিএনপি এখানে শক্ত অবস্থানে থাকবে।”

রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে, সাতক্ষীরা-৪ আসনটি একটি গুরুত্বপূর্ণ আসন। একদিকে উপকূলীয় এলাকা হওয়ায় জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ এখানে মানুষের জীবনের বড় চ্যালেঞ্জ। অন্যদিকে দীর্ঘদিনের অবহেলা, বেকারত্ব ও দারিদ্র্য মানুষকে কষ্টের মধ্যে রেখেছে। এসব সমস্যা সমাধানে একজন কার্যকর, মানবিক ও অভিজ্ঞ নেতার নেতৃত্ব দরকার।

অ্যাডভোকেট অসীম কুমার মন্ডল বারবার বলেছেন, রাজনীতি তার কাছে জনগণের সেবা করার মাধ্যম। তিনি বলেন, “আমি জীবনের ঝুঁকি নিয়েও শ্যামনগরের মানুষের পাশে থেকেছি। যদি দল আমাকে সুযোগ দেয়, তবে আমি সংসদে গিয়েও এ এলাকার দুঃখ-দুর্দশার কথা তুলে ধরব। জনগণের অধিকার ফিরিয়ে আনাই হবে আমার মূল লক্ষ্য।”

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় পর্যায়েও তার নাম আলোচনায় রয়েছে। তিনি শুধু জেলা নয়, জাতীয় পর্যায়ের আইনজীবী নেতাদের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করছেন। ফলে দলের পক্ষ থেকেও তাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে, শ্যামনগরে আসন্ন নির্বাচনের সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন অ্যাডভোকেট অসীম কুমার মন্ডল। স্থানীয়রা বলছেন, ধানের শীষের প্রতীক যদি তাকে দেওয়া হয়, তবে শ্যামনগরে বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে এবং সাধারণ ভোটাররাও তাকে সমর্থন জানাবে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *