সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অভিযোগে ৫ জেলে আটক

পশ্চিম সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অভিযোগে পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের আওতাধীন রায়মঙ্গল নদীর কাচিকাটা অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী আব্দুল জলিলের ছেলে রবিউল ইসলাম, আব্দুল কাদের, একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আশিকুর রহমান, মৃত আবুল হোসেন গাজীর ছেলে মোস্তফা গাজী ও আবুল বাশার।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, সুন্দরবনের কাচিকাটা টহল টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের রায়মঙ্গল নদীর কাচিকাটি অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি মাছসহ ৩টি নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। আটক জেলেদের আদালতে পাঠানো হবে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *